সেকশন

রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
 

অরক্ষিত ক্রসিং, ট্রেন-গাড়ি সংঘর্ষে ছয় হতাহত

আপডেট : ১২ মার্চ ২০২২, ১২:৪৭ পিএম

নরসিংদীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহতের ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি শিবপুরের দত্তেরগাও এলাকার মো. ইউসুফ আলী (৩০)। আহত বাকি পাঁচজন হলেন, দত্তেরগাও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররকম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (০৯), মো. আবদুল্লাহ ( ১২) এবং  পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্না নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিলো।  

একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলো একটি প্রাইভেটকার। ট্রেনটি দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং এটি রেল লাইনের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন। 

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত দুই

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এবং রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে শিবপুরের দত্তেরগাও এলাকার নিজ বাড়ি থেকে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মাহবুব। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান , ওই প্রাইভেটকারে থাকা ছয় জনের একজন বিদেশগামী যাত্রী ছিলেন, যিনি আহত হয়েছেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।  

তিনি আরও জানান, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। 


একাত্তর/এসজে

পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশে ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 
ঢাকা থেকে বন্ধুদের নিয়ে নরসিংদীতে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো এক জন।
নরসিংদীতে একটি বাড়িতে আগুন লেগে ঘুমিয়ে থাকা ছয় বছরের একটি শিশু পুড়ে মারা গেছে।  শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুরে এই ঘটনা ঘটে। 
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা হয়েছে। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট।
সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ...
শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা। 
অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত