হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই লক্ষাধিক টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ঘোড়াছড়া গ্রামের বাসিন্দা সেলিম রেজা (৩৪) ও সিরাজগঞ্জ জেলার সদর থানার গজারিয়া গ্রামের বাসিন্দা মিম খাতুন (১৮)।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, শুক্রবার (১১ মার্চ) রাতে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব সদস্যরা নগরের বাসন থানাধীন মধ্য ভোগড়া এলাকার জব্বার হাজীর বাড়ির টিনশেড গেইটের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় তাদের দুজনকে আটক করেন এবং তাদের সাথে থাকা চারশ গ্রাম হেরোইন, ১ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ টি যৌন উত্তেজক ট্যাবলেট, একটি মোটর সাইকেল, চারটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা ও দুটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল হতে হেরোইন, ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের ভোগড়া এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
একাত্তর/এআর