রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে টাপুর ও টুপুর নামের জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই স্থানীয় মুন স্টার স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো।
শনিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। দশ বছর বয়সী টাপুর ও টুপুর গোয়ালন্দ উপজেলার ইসহাক শেখের পাড়া এলাকার হোসেন শেখের মেয়ে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, টাপুর ও টুপুরের মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা তার নানী বাড়ি থেকে পড়াশোনা করতো। টাপুর-টুপুরের নানী গোয়ালন্দ উপজেলা রেজিস্ট্রি অফিসে কাজ করেন। শনিবার বিকেলে তারা দুই বোন এক সাথে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে বিকেল সোয়া তিনটার সময় স্থানীয় মরদেহ পুকরে ভাসতে দেখে।
আরও পড়ুন: করোনা: কমেছে মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই শিশু দুটি সাঁতার জানতো না। এর আগেও তারা ওই পুকুরে গোসল করেছে। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একাত্তর/আরবিএস