নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সাঈদ আনোয়ারকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঈদ আনোয়ার জামালপুরের হাজিপুর (পাচগাছি) গ্রামের আবু বকরের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানী কমানাডার অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার মো: শামীম হোসেন জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা চৌমুহনী রেল স্টেশান এলাকায় অভিযান চালায় এবং জামালপুরের সদর থানায় গত ২৬ ফেব্রুয়ারি দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সাঈদ আনোয়ারকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: এবার রাশিয়ার বিরুদ্ধে মসজিদে গোলাবর্ষণের অভিযোগ
তিনি আরেও জানান, গত ২২ ফেব্রুয়ারি জামালপুরের সদরের ছইলাবাদ গ্রামে স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে গ্রেপ্তারকৃত আসামি সাঈদ আনোয়ার ও তার ৪/৫ সহযোগীরা তাকে সিএনজি যোগে অপহরণ করে। পরে সাঈদ আনোয়ার তার খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে ওই ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করে। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে সে নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশান এলায় এসে আত্নগোপন করে।
সাঈদ আনোয়ারকে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
একাত্তর/আরবিএস