রাজবাড়ীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর জেলের জালে পাওয়া গেলো নিখোঁজ শিশু আবিরের (৭)-এর মরদেহ। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের একটি পুকুরে পাওয়া যায় আবিরের মরদেহ। আবির ইন্দ্রনারায়নপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।
স্থানীয়রা বলছেন, আবির গত শনিবার বিকেলে স্থানীয় শিশুদের সাথে বাড়ীর পাশে মাঠে খেলছিলো। এরপর বাড়িতে না ফেরায় তার সন্ধান করতে থাকে স্বাজনরা। রাতভর খুঁজেও আবিরের সন্ধান না পেয়ে রোববার সকালে একটি পুকুরে কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে। এরপর সেই জালে আবিরের লাশ ভেসে আসে।
এ ঘটনায় স্থানীয় লোকজনের ভিষন ক্ষোভে ফুঁসছেন, বলছেন, প্রায় ১৫ ঘন্টা পর স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ উদ্ধার করলো। এটা দুঃখজনক।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার বলেন, স্থানীয় জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, ‘স্থানীয়দের সংবাদ পেয়েই শনিবার রাত ১০ টার সময় আমাদের টিম সেখানে গিয়েও ফিরে আসে। আমাদের ডুবুরি না থাকায় আমরা উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই মরদেহ পাওয়া গিয়েছে বলে সংবাদ পাই’
একাত্তর/ এনএ