নোয়াখালীর বেগমগঞ্জে মোবারক হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা হাজিপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত মোবারক হোসেন শাওন উপজেলার হাজীপুর ইউনিয়নের চিরাম বাড়ির শাহাব উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মাস্টার সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, শাওন চৌমুহনী হকার্স মার্কেটের তাহেরা ট্রেডার্সের মালিক হাজী আব্দুল মালেকের দোকানে প্রায় দুই বছর ধরে কাজ করতো। দুই মাস আগে আমরা জানতে পারি শাওনের সাথে দোকানের মালেক তাঁর পালিত মেয়েকে বিয়ে দেন।
তার অভিযোগ, পারিবারিক কলহের জেরে শাওনের শ্বশুর শাওনকে হত্যা করে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/ এনএ