চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সজনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সমঝোতা করতে গিয়ে ও ভাতিজার উপর হামলা ঠেকাতে গিয়ে প্রাণ গেল ফুফা মজনু আলীর (৬৫)।
সোমবার(১৪ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মজনু আলী একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আহসান হাবিব জানান, সকালে বাড়ির পাশে দানেশের সীমানায় একটি সজনে গাছের ডাল সোহেলের বাড়ির চালে আটকে থাকলে সোহেল ডালটি কাটতে যায়।
এসময় প্রথমে দানেশ ও পরে তার ভাই কায়েম সোহেলকে বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেলের উপর চড়াও হয় তারা। সোহেলের ফুফা মজনু আলী তার চাচাত ভাই দানেশ ও কায়েমকে বোঝানোর এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন।
রড ও লাঠিসোটা নিয়ে সোহেলের উপর হামলা চালালে সোহেলকে বাঁচাতে এগিয়ে গেলে দানেশ ও তার সহযোগীদের আঘাতে গুরুতর জখম হন মজনু। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: তিন বন্ধুসহ মোটরসাইকেলকে টেম্পোর ধাক্কা, নিহত এক
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম লাঠি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগে সীমানা নিয়ে সোহেল ও দানেশের পরিবারের মধ্যে একাধিকবার সালিস হলেও এ নিয়ে মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।
অন্যদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী যোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করে লাশ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে