পটুয়াখালীর কলাপাড়ায় বাস চাপা দিয়ে ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হাসান পারভেজকে হত্যার চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি বাসচালক। গত ১১ মার্চ সন্ধায় ৭টার দিকে বাজারে যাওয়ার পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের বাস নীলগঞ্জে হাসান পারভেজকে চাপা দিয়ে প্রায় ৩০ ফুট টেনে হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর গত ১২ মার্চ নিহত সাংবাদিকের ভাই ইব্রাহিম মিয়া বাদী হয়ে কলাপাড়া থানায় যমুনা লাইন পরিবহনের চালক মনির শেখ, সুপারভাইজার রকি ও সহকারী রুবেলের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু মামলার পরও গ্রেপ্তার হয়নি কেউ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম জানান, দুর্ঘটনার পরই বাসচালক ও সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বাসটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
এদিকে সোমবার সন্ধায় নিহত হাসান পারভেজের স্মরণে কলাপাড়া প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দ্রুত এ বাসের রুট পারমিট বাতিল করা না হলে সড়কে মৃত্যুর সারি বাড়তেই থাকবে। একই সাথে নিহত সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বক্তারা।