সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

বাস চাপায় সাংবাদিকের মৃত্যু, গ্রেপ্তার হননি চালক

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৫:৪৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাস চাপা দিয়ে ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হাসান পারভেজকে হত্যার চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি বাসচালক। গত ১১ মার্চ সন্ধায় ৭টার দিকে বাজারে যাওয়ার পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের বাস নীলগঞ্জে হাসান পারভেজকে চাপা দিয়ে প্রায় ৩০ ফুট টেনে হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এরপর গত ১২ মার্চ নিহত সাংবাদিকের ভাই ইব্রাহিম মিয়া বাদী হয়ে কলাপাড়া থানায় যমুনা লাইন পরিবহনের চালক মনির শেখ, সুপারভাইজার রকি ও সহকারী রুবেলের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু মামলার পরও গ্রেপ্তার হয়নি কেউ। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম জানান, দুর্ঘটনার পরই বাসচালক ও সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বাসটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। 

এদিকে সোমবার সন্ধায় নিহত হাসান পারভেজের স্মরণে কলাপাড়া প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দ্রুত এ বাসের রুট পারমিট বাতিল করা না হলে সড়কে মৃত্যুর সারি বাড়তেই থাকবে। একই সাথে নিহত সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বক্তারা। 

একাত্তর/ এনএ
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আল আমীন নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...
জয়পুরহাটে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান...
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফায় যেহেতু অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট নয়, তাই নির্বাচন আয়োজনের এক দফা বাস্তবায়নে বিএনপিকে হাটতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত