রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে সাঈদ হলদারের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের বাহিরচর দৌলতদিয়া এলাকায় মাছটি ধরা পড়ে।
এরপর মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে রওশন আলী মৎস্য আড়তে নিলে সর্বোচ্চ দরদাতা হিসাবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়ৎ এর মালিক সোহেল মোল্লা ১ হাজার ৩শো টাকা কেজি দরে মোট ৪৫ হাজার পাঁচশো টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটিকে দেখতে ফেরি ঘাটে ভিড় করেন এলাকার লোকজন।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, বিশাল আকৃতির এই মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। যে কারণে মাছটি বিক্রি না হওয়া পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। তাই তিন মাস আগেও প্রায় প্রতিদিনই এ ধরনের বড় মাছ ধরা পড়ছে। দীর্ঘদিন পর আবার বড় আকৃতির মাছ পেয়ে জেলেরা খুবই আনন্দিত।
একাত্তর/ এনএ