সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

বাবুছড়ায় বাসে-মাহেন্দ্র ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৮:৫৪ পিএম

খাগড়াছড়ির দীঘিনালার-বাবুছড়া সড়কে একটি বাসে এবং একটি মাহেন্দ্র ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে।  

উপজেলা বাস লাইন কন্ট্রোলার মিন্টু চৌধুরী জানান, বাবুছড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি পুকুর ঘাট এলাকায় পৌছলে বাসের গতি রোধ করে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিলেও ততক্ষণে বাসের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মিন্টু আরও জানান, এ ঘটনার কিছু সময় আগেই একই সড়কের উদালবাগান এলাকায় আরেকটি মাহেন্দ্র ট্রাক্টরেও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। 

বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি এবং বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে অগ্নি সংযোগ করেছে বলে তিনি জেনেছেন; সে কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ভোর রাতে আইনশৃংখলা বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪২)। এর পর আটককৃত মিলন চাকমা অসুস্থ হয়ে পড়লে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান। 

অন্যদিকে ইউপিডিএফ দাবী করছে, নির্যাতনের কারণে মিলনের মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের ধারণা, মিলন আটকের ঘটনার জের ধরেই গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) পেয়ার আহাম্মদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। 

একাত্তর/ এনএ

খাগড়াছড়িতে গভীর রাতে ৬০ বছর বয়স্ক মাকে গলাকেটে হত্যার চেষ্টা করেছেন এক ছেলে। তাকে বাধা দিতে গেলে বৃদ্ধ বাবাকেও কুপিয়ে জখম করেছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, মাদকের জন্য টাকা চাইতে গেলে এই ঘটনা ঘটে।...
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দুই আঞ্চলিক সংগঠন প্রসিত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা জেএসএসের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে এখনও পুলিশ...
খাগড়াছড়িতে পিকনিকের বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়িতে সেনা অভিযানে গহীন বনে অন্তত দুই একর গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়েছে। এতে অংশ নেয় পুলিশও।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার...
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত