সিরাজগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাষ্যমতে, সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার রাতে কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পরই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আসমত আলীর ছেলে গোলাম হোসেন (২০) এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুরুল আলম (২২)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ওই কিশোরীর বরাত দিয়ে জানান, ঘটনার দিন সন্ধ্যায় কিশোরীটি নানা বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলো। পথে গোলাম হোসেন ও নুরুল আলম ইসলামপুর ব্রিজের পাশে একটি নির্মাণাধীন ভবনে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীরা লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
আরও পড়ুন: সাবেক স্বামী ও তার বন্ধুদের কাছে ধর্ষণের শিকার গৃহবধূ
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি