সেকশন

রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
 

সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:১২ পিএম

সিরাজগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাষ্যমতে, সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার রাতে কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পরই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আসমত আলীর ছেলে গোলাম হোসেন (২০) এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুরুল আলম (২২)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ওই কিশোরীর বরাত দিয়ে জানান, ঘটনার দিন সন্ধ্যায় কিশোরীটি নানা বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলো। পথে গোলাম হোসেন ও নুরুল আলম ইসলামপুর ব্রিজের পাশে একটি নির্মাণাধীন ভবনে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীরা লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাড়িতে পাঠায়। 

আরও পড়ুন: সাবেক স্বামী ও তার বন্ধুদের কাছে ধর্ষণের শিকার গৃহবধূ

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পাঁচ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়েছে। 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করেছে বিএনপি।
শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা। 
অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পটুয়াখালীর বাউফলে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির সময় গণপিটুনির শিকার অজ্ঞাত পরিচয়ের সেই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত