জামালপুরের সরিষাবাড়ীতে ক্যারাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারী ও এক প্রতিবন্ধীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের পুকুরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলো- আনোয়ারা বেগম (৫০), রোজিনা বেগম (৩০), খালেদা আক্তার (৩২), প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩৪), রনি মিয়া (১৬), সুরুজ্জামান (৬০), দেলোয়ার হোসেন (৩২), খায়রুল ইসলাম (২০), আশরাফ হোসেন (২২), সোহরাব হোসেন (৬০), শাকিল মিয়া (১৫), রাকিব হাসান (১৫)।
স্থানীয়রা অভিযোগ করেন, বগারপাড় গ্রামের পুকুরপাড় এলাকায় ক্যারাম বোর্ড দিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন মুদি দোকানদার রিপন মিয়া। ঐ দোকানে জুয়া খেলতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িরা।
মঙ্গলবার রাতে কিশোর রনি ও তিন বন্ধু মিলে ক্যারাম খেলছিল। এ সময় আশরাফ ও তার বন্ধুরা ক্যারাম খেলতে চায়। এ নিয়ে রনি ও আশরাফ হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের ভৎসনায় শিক্ষক উধাও, সাতদিন পর উদ্ধার
এ সময় রনির মা ও দাদি এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আশরাফ ও তার সমর্থকরা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ