দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- উপজেলার তেপুকুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে জসিম উদ্দিন (৩০), একাব উদ্দিনের ছেলে আলম (৩২), খয়েরগুনি গ্রামের আ. রহমানের ছেলে তসলিম (৩৩), জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহিনুর (৩৭)।
থানা সূত্রে জানা গেছে- গোপণ তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার গোলাবাড়ী আদিবাসী পাড়ায় গাঁজা সেবন করার সময় গাঁজা সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকৃতদের প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান- দন্ডিতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/ এনএ