রাঙ্গামাটির বাঘাইছড়ির সাথে সারাদেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীঘিনালায় ইউপিডিএফ নেতা নিহতের ঘটনায় দলটি সড়ক অবরোধ করায় চলাচল বন্ধ হয়ে যায়।
তবে অভ্যন্তরীণ সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ করে দূরপাল্লার যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা।
বুধবার (১৬ মার্চ) সকালে বিজিবির পাহারায় গাড়ি চলাচলের কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোনো বাস বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি।
সব যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। হঠাৎ করে বাসস্ট্যান্ডে এসে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
মঙ্গলবার বাবুছড়া সড়কে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস ও দুইটি মাহিন্দ্রা গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। তাই মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ হয়ে যায়।