চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর ও মোটর সাইকেলে সংঘর্ষে দুইজন মারা গেছেন। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খড়কপুর এলাকায় সোনামসজিদ মহসড়কে ঘটনাটি ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সোনামসজিদ মহসড়কে মোটর সাইকেলের সঙ্গে ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. সুমন (৩০) ও ট্রলির হেলপার মো. মমিন (১৬) নিহত হয়েছেন।
মুখোমুখি সংঘর্ষে প্রথমে ট্রলির হেলপার মোমিন ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে স্থানীয়রা মোটরসাইকেলচালক সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন শিবগঞ্জের ধোবড়া এলাকার লিয়াকত আলীর ছেলে ও মোমিন কয়লারদিয়াড় গ্রামের মো. বাক্কারের ছেলে।
একাত্তর/ এনএ