ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বুধবার বিকেলে জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় লোকজন বলছে, বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার ধানকুড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আলী শাহ (৬৩) ও করিম শাহ (৫৫) মারা যান।
মৃত আলী শাহ নাসির নগর সদর উপজেলার সমুজ শাহর ছেলে এবং করিম শাহ একই গ্রামের মো. আলীর ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ্ সরকার বলেন, ‘ধানকুড়া গ্রাম থেকে একটি ট্রাক্টর বিশ্ব রোডের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনায় তারা দুইজন নিহত হয়।
এ সময় আরো ৩ জন আহত হয়েছে। এছাড়াও বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা জগৎপুর এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আব্দুল হেকিম (৯৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
সে চান্দুরা ইউপির জালালপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।