সাভারের আশুলিয়ায় পুরাতন ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার নামের কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, স্টিল শেডের একতলা ওই কারখানায় আগুন লাগার পরই খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইউজেড ফায়ার সার্ভিসের আরও একটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কারখানাটির ওয়্যারহাউজে আগুনের ঘটনা ঘটে জানিয়ে ফায়ার সার্ভিস আরও জানায়, সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউজ একসঙ্গে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খোলা ২০ রমজান পর্যন্ত
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
একাত্তর/এসি