আশুলিয়ার ডিইপিজেডের ভেতরে একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আশুলিয়া ও সাভার ফায়ার সার্ভিসের ৯ ইউনিট শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে কারখানায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিইপিজেডের পুরাতন জোনের ভেতরে ওই কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার ও ডিইপিজেডের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের পৌনে তিন ঘণ্টার চেষ্টায় পর রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজিব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তীব্রতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।
এ বিষয়ে ডিইপিজেডের বেপজার মহাব্যবস্থাপক আব্দুস সোবহান বলেন, শনিবার কারখানা বন্ধ ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
একাত্তর/এসএ