বাগেরহাটের শরণখোলায় ১৫ দিনের ব্যবধানে প্রাথমিকের দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে তাহিরা (৮) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শিশুটির বাবার নাম আলী আকবর ও মা লাইলী বেগম। তারা কাজের জন্য চট্টগ্রামে থাকেন। শিশুটি তার দাদির সঙ্গে থাকতো।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইয়েদুর রহমান জানান, তাহিরা মধ্য সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো। মৃত্যুর আধা ঘণ্টা আগেও সে দাদির সঙ্গে উঠানে বসে কাজ করেছে। পরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে পাশের খালে গোসল করে ঘরে আসে। এর পর তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দাদি ঘরে গিয়ে দেখতে পান সে মাথা বাঁকা অবস্থায় সে চৌকির ওপর পড়ে আছে। এ সময় দাদির চিৎকারে পাশের ঘরের লোকজন ছুটে এসে তাহিরাকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় শিশুটির মুখ থেকে ফেনা বের হচ্ছিলো। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লঞ্চে ধাক্কা দেওয়া জাহাজ রূপসী আটক
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ৫ মার্চ সন্ধ্যায় উপজেলার লাকুড়তলা গ্রামে মরিয়ম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। তার গলায় হালকা দাগ থাকলেও মৃত্যুর কারণ বলতে পারেনি কেউ।
একাত্তর/এসি