সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

চোরাই মার্কেটে চলছে টিসিবির পণ্য বিক্রি

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৭:২৩ পিএম

ভর্তুকি মূল্যে সরবরাহ কার্যক্রমের শুরুতেই গাজীপুরে কালো বাজারে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মোঃ শাহীন (৩৩)কে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

জিএমপি'র গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, রোববার (২০ মার্চ) রাতে স্থানীয় বোর্ড বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে টিসিবি পণ্য উদ্ধার করে ব্যবসায়ী শাহীনকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজারের মহর খান ওয়াকফ্ স্ট্যাট মার্কেটে সাব্বির-শাহীনের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় টিসিবি'র মোড়কযুক্ত ২ লিটার ওজনের ৩৭ বোতল তেল, ৩৭ প্যাকেট চিনি ও ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী শাহীন জানান, স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের অফিস সহকারী জাহাঙ্গীর আলম ও অফিস সহায়ক রফিক এসব পণ্য তার কাছে বিক্রি করেছেন। কাউন্সিলর কার্যালয়ের কর্মচারীদের কাছ থেকে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে (প্রতি লিটার ১৫০ টাকা দরে), ৬০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হয়েছে। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছেও এসব পণ্য বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান। সেসব বিষয়েও অনুসন্ধান চলছে।

image


ওসি ইসমাইল হোসেন জানান, আটক হওয়া ওই ব্যবসায়ীকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। গ্রেপ্তার ব্যবসায়ী প্রাথমিকভাবে জানিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে কর্মরত লোকজনের কাছ থেকেই পণ্য কিনেছেন তিনি। এই বিষয়ে আরো তথ্য খুঁজে বের করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, টিসিবি'র নির্ধারিত কার্ডধারী অনেক পরিবার প্রথম দিনে পণ্য না পেয়ে ওই কাউন্সিলর কার্যালয় থেকে ফিরে গেছেন। কিছু পণ্য বিক্রির পর বাকি পণ্য বিকেলে ট্রাক থেকে নামিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের নিচতলায় গোডাউনে রাখা হয়। পরে এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হয়। রাতে এসব পণ্য স্থানান্তর করা হয়।  কাউন্সিলর কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেই বিস্তারিত তথ্য প্রমাণ মিলবে বলে ওই সূত্রের দাবি। 


একাত্তর/এসএ

সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।
রাঙ্গামাটিতে টিসিবি পণ্য সাধারণ কার্ডধারীদের না দিয়ে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পরে ওই দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামী (২৮) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত