ভর্তুকি মূল্যে সরবরাহ কার্যক্রমের শুরুতেই গাজীপুরে কালো বাজারে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মোঃ শাহীন (৩৩)কে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
জিএমপি'র গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, রোববার (২০ মার্চ) রাতে স্থানীয় বোর্ড বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে টিসিবি পণ্য উদ্ধার করে ব্যবসায়ী শাহীনকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজারের মহর খান ওয়াকফ্ স্ট্যাট মার্কেটে সাব্বির-শাহীনের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় টিসিবি'র মোড়কযুক্ত ২ লিটার ওজনের ৩৭ বোতল তেল, ৩৭ প্যাকেট চিনি ও ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী শাহীন জানান, স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের অফিস সহকারী জাহাঙ্গীর আলম ও অফিস সহায়ক রফিক এসব পণ্য তার কাছে বিক্রি করেছেন। কাউন্সিলর কার্যালয়ের কর্মচারীদের কাছ থেকে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে (প্রতি লিটার ১৫০ টাকা দরে), ৬০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হয়েছে। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছেও এসব পণ্য বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান। সেসব বিষয়েও অনুসন্ধান চলছে।
ওসি ইসমাইল হোসেন জানান, আটক হওয়া ওই ব্যবসায়ীকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। গ্রেপ্তার ব্যবসায়ী প্রাথমিকভাবে জানিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে কর্মরত লোকজনের কাছ থেকেই পণ্য কিনেছেন তিনি। এই বিষয়ে আরো তথ্য খুঁজে বের করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, টিসিবি'র নির্ধারিত কার্ডধারী অনেক পরিবার প্রথম দিনে পণ্য না পেয়ে ওই কাউন্সিলর কার্যালয় থেকে ফিরে গেছেন। কিছু পণ্য বিক্রির পর বাকি পণ্য বিকেলে ট্রাক থেকে নামিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের নিচতলায় গোডাউনে রাখা হয়। পরে এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হয়। রাতে এসব পণ্য স্থানান্তর করা হয়। কাউন্সিলর কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেই বিস্তারিত তথ্য প্রমাণ মিলবে বলে ওই সূত্রের দাবি।
একাত্তর/এসএ