মাদারীপুর শহরের চৌরাস্তায় মাইক্রোবাস চাপায় ভ্যানযাত্রী আয়শা আক্তার নামে এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার সকালে প্রায় সাড়ে ১১ টার দিকে ঘটনা ঘটে। নিহত আয়শা আক্তার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর পাকামসজিদ এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে ও শহরের উকিলপাড়া এলাকায় জাগো ফাউন্ডেসন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন বলছে, সকালে বাবা জাহাঙ্গীর মতুব্বরের ভ্যানে করে ইস্কুলের উদ্দেশ্যে রওয়ানা দেয় আয়শা আক্তার। সকাল সাড়ে ১১ টার দিকে ভ্যান শহরের চৌরাস্তা এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়।
এসময় ভ্যানে থাকা আয়শা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মামরুল ইসলাম মিঞা জানান, দুর্ঘটনার খবর পাবার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মাইক্রোবাসটি দ্রুত চালিয়ে চলে যাওয়ায় মাইক্রেবাসটি জব্দ করা সম্ভব হয়নি।
একাত্তর/ এনএ