ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে সামনের চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক। এতে কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল ছড়িয়ে পড়েছে সড়কজুড়ে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল বাইপাস সড়কের আশেকপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
ট্রাকচালক আতোয়ার রহমান জানান, চট্টগ্রাম থেকে প্রায় ১২ টন সয়াবিন তেল নিয়ে নওগাঁয় যাওয়ার পথে টাঙ্গাইল বাইপাস সড়কে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক বিভাজকের ওপরে উঠে গিয়ে উল্টে গিয়ে ট্রাকে থাকা সয়াবিন তেলের বেশির ভাগই রাস্তায় পড়ে যায় বলে জানান তিনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছিল, সেখানে বালু দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।
একাত্তর/জো