ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও ইউনিট বাড়ানোর চেষ্টা চলছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।’
স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না।’
একাত্তর/এআর