সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন মারা গেছেন। শনিবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই দুটি ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রোহান মিয়া-(১৬) ও জাবেদ মিয়া-(২০)। নিহত রোহান মিয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং জাবেদ মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। জাবেদ পেশায় একজন অটোরিকসা চালক ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা বলছেন, দুপুরের পর বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে নিজ বাড়ি থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর যাচ্ছিলেন রোহান। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যায়। 

অন্যদিকে, দুপুরে সুহিলপুর বাজার এলাকায় জাবেদ মিয়া রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে বিকেলে সে মারা যায়।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাথে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে। 

একাত্তর/ এনএ
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আল আমীন নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বগুড়ায় বেপরোয়া একটি ট্রাক একজন পথচারীকে পিষে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দিয়েছে। এতে ওই পথচারী ও নছিমনে থাকা এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত...
জয়পুরহাটে প্রাইভেটকার ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান...
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত