ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন মারা গেছেন। শনিবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোহান মিয়া-(১৬) ও জাবেদ মিয়া-(২০)। নিহত রোহান মিয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং জাবেদ মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। জাবেদ পেশায় একজন অটোরিকসা চালক ছিলেন।
পুলিশ এবং স্থানীয়রা বলছেন, দুপুরের পর বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে নিজ বাড়ি থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর যাচ্ছিলেন রোহান। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যায়।
অন্যদিকে, দুপুরে সুহিলপুর বাজার এলাকায় জাবেদ মিয়া রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে বিকেলে সে মারা যায়।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাথে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।