মৌলভীবাজারে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতের নাম জহিরুল ইসলাম (৪০)। তিনি মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৬ মার্চ) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ইছবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা এবং ট্রাকের হেলপার। গুরুতর অবস্থায় মাসুদ রানাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবু তাহের জানান, শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ইছবপুর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।
এসময় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের দরজা কেটে তারা আশংকাজনক অবস্থায় একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, প্রাইভেটকারে দুইজন যাত্রী ছিলেন এবং ট্রাকের হেলপারও আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।
নিহত উপ-সহকারী প্রকৌশলীর মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তর/এসজে