পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দাসেরহাওলা গ্রামে পুকুর থেকে এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম রাওফিন। সে একই গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী হালিম গাজীর ছেলে।
রোববার দুপুরে পরিবারের সদস্যরা পুকুরে অনেক খোজার পর ঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
মৃত শিশুর চাচা লিমন জানান, সকাল থেকে ঘরেই ছিলো শিশু রাওফিন। আর বাড়ির উঠানের পুকুরটির চারদিক জাল দিয়ে ঘেরা ছিলো। দুপুরে রাওফিনকে ঘরে ও বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় সন্ধান চালান।
এরপর পুকুরে নেমে ঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে তারা। তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, শিশু মৃত্যুর বিষয়টি তাদের কেউ জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সন্ধান চলছে।
একাত্তর/ এনএ