পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগান পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত শুশক। পোরপাইজ প্রজাতির মৃত শুশকটি লম্বায় প্রায় চার ফুট।
সোমবার (২৮ মার্চ) সকালের জোয়ারে শুশকটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত শুশকটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন ও চামড়া উঠে গেছে। সমুদ্রে কোন জলযানের সাথে ধাক্কা লেগে এটি মারা যেতে পারে বলে ধারণা করছেন ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
এর আগে গত ২২ ও ২৫ মার্চ কুয়াকাটা ও গঙ্গামতি সৈকতে ভেসে এসেছে চারটি মৃত কচ্ছপ। যেগুলো সৈকতে বালুচাপা দেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, ডলফিন ও শুশক দেখতে অনেকটা এক হলেও ডলফিন ছয় মিটার পর্যন্ত লম্বা হয়। কিন্তু শুশক সর্বোচ্চ আড়াই মিটার লম্বা হয়। তবে, এর দাঁতগুলো চ্যাপ্টা, কোদালের মত আকৃতির। শুশকটির মাথা ছোট, গোলাকার মাথা এবং ডলফিনের চেয়ে কড়া চোয়াল থাকে।
পটুয়াখালী ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান এর আগে তারা মৃত ডলফিন, রাজ কাঁকড়া ও কচ্ছপের নমুনা সংগ্রহ করেছেন। সোমবার ভেসে আসা শুশকটিরও নমুনা সংগ্রহ করবেন। এগুলো কি কারণে মারা যাচ্ছে তার জন্য সরকারি-বেসরকারিভাবে পৃথক গবেষণা চলছে। ফল পেলেই এ প্রাণীগুলোর মৃত্যুর কারণ জানা যাবে।
একাত্তর/এআর