নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নদী থেকে এক নৌ-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরে উব্ধাখালী নদীর ব্রিজ সংলগ্ন স্থানে জাল ফেলে বশির মিয়ার (৩৫) মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। পরে মৃতদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত বশির মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে এবং তিনি ষ্টিলবডি নৌকার পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
অপর নৌ-শ্রমিক মোশারফ জানান, তাদের ষ্টিলবডি নৌকা কয়লা আনলোড করা অবস্থায় ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে নৌকার তলদেশে পানির পরিমাণ বেশি দেখে মনে হয়েছিলো নৌকায় ছিদ্র হয়ে থাকতে পারে। তা পরীক্ষা করার জন্য বশির পানিতে নামেন। পরে আর তিনি ওঠেননি।
আরও পড়ুন: অর্থ আত্নসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ