করোনাভাইরাস শনাক্তে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ হাজার ৩১১টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এসময় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন সাত হাজার ২১৩ জন, মারা গেছেন ৬৬ জন। এদিন করোনায় প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন ৩৯ জন পুরুষ ও ২৭ জন নারী।
এ পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন, মারা গেছেন ৯ হাজার ৩৮৪।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ১৭ জন এবং ষাটোর্ধ ৪১ জন।
মৃতদের মধ্যে সর্বমোট পুরুষ রয়েছেন ৭ হাজার ৪৩ জন এবং নারী ২ হাজার ৩৪১।
মৃতদের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহীতে তিনজন, খুলনা বিভাগে দুইজন, এবং বরিশাল বিভাগে দুইজন, এবং সিলেটে একজন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ জন এবং বাড়িতে দুইজন মারা যান।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত সপ্তাহে প্রথমবারের মত এক দিনে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্তের খবর আসে। তার মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ছয় লাখ ছাড়িয়ে যায়।
তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। মাঝে শনিবার দৈনিক শনক্তি রোগী ৬ হাজারের নিচে থাকলেও রোববার তা নতুন রেকর্ডে পৌঁছায়। সেদিন শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। সোমবারও ৭ হাজার ৭৫ জনের মধ্যে করোনভাইরাস শনাক্ত হয়।