সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০২:১৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদী থেকে এক প্রবাসী ও তার কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মার্চ)  সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। 

বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের জেরে এ দু'জনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জামালপুরের সরিষাবাড়ির উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের পুত্র আব্দুল আজিজ গত বিশ বছর ধরে সৌদি আরব প্রবাসী। 

তিন মাস আগে আজাহার আলী মাটি কাটার এক্সকেভেটর মেশিন কেনার জন্য ছোট ভাই প্রবাসী আজিজসহ অন্য দুই ভাইয়ের কাছ থেকে টাকা নেন। কথা ছিল চার ভাইয়ের নামে মেশিনটি কেনা হবে। 

কিন্তু আজিজ সম্প্রতি দেশে ফেরার পর জানতে পারেন তার বড় ভাই কৌশলে মেশিনটি নিজের নামে লিখে নিয়েছেন। এ ঘটনায় আজাহারের সাথে তার অন্য তিন ভাইয়ের বিরোধ তৈরি হয়। এরপর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা হয়। 

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে বিরোধ মীমাংসার জন্য পারিবারিক শালিস বৈঠক হয়। বৈঠকে মীমাংসা না হওয়ায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজাহার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রবাসী আজিজের উপর হামলা করেন। 

এ হামলার পর থেকে নিখোঁজ ছিলেন আজিজ ও একমাত্র তার মেয়ে পাঁচ বছর বয়সী জান্নাত। এ ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম বুধবার সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন।  

বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদীতে বাবা-মেয়ের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। 

একমাস আগে দেশে ফেরা আব্দুল আজিজের আবার সৌদি যাবার কথা ছিলো আগামী শুক্রবার। আর জান্নাত স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের অভিযোগ, আজিজ ও তার মেয়ে জান্নাতকে তুলে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধন রয়েছে।

আরও পড়ুন: ওষুধে বিষ দিয়ে ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক

স্বজনরা আরও অভিযোগ করেছেন, নিখোঁজের পর পুলিশের সাহায্য চাওয়া  হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানা ন, পারিবারিক বিরোধের পর আজিজ ও তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় বৈষম্যবিরোধী ছাত্রদের হামলায় তিন আইনজীবী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের আইনজীবীরা। অনেকের দাবি, তারা...
জামালপুরে দুটি আলাদা সড়ক দুর্ঘটনা তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। শনিবার (৮ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত জামালপুর পৌর শহরে আলাদা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের ওপর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। 
জামালপুরে রাজিব পরিবহন নামে একটি বাস বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এই বাসের কারণে অনেকে মারা যাচ্ছে। তাই এমন দাবি। এদিকে তাদের এমন দাবির বিরুদ্ধে...
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত