হু হু করে বেড়ে চলেছে করোনায় মৃত্যু। গত ১৫ দিনে তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই সংখ্যা শতক পেরিয়ে এখন হাজারের ঘরে। গত বছর থেকে শুরু হওয়া করোনা মহামারীতে বাংলাদেশে হাজার মৃত্যু ঘটতে এটাই সবচেয়ে কম সময়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার বৃহস্পতিবার দেশে আরও ৯৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
অপরদিকে বুধবার বাংলা নববর্ষের প্রথম দিনে সবচেয়ে বেশি ৯৬ জনের মৃত্যুর খবর এসেছিল।