করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩২)। তিনি দীর্ঘ প্রায় ১১ বছর একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।
করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত । সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। পরে বিকাল ৫টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার করোনা আক্রান্ত শাশুড়ি। তার স্বামী একাত্তর টেলিভিশনের আরেক সহযোগী প্রযোজক নাজমুল ইসলামও করোনা আক্রান্ত।
গত বুধবার (১৪ এপ্রিল) রিফাতকে আইসিইউ ভর্তি করা হয়। টানা চারদিন লড়াই করে করোনার কাছেই হার মানলেন রিফাত সুলতানা।
মৃত্যুর ঠিক কয়েকঘণ্টা আগে জন্ম নেওয়া কন্য সন্তানটি বর্তমানে এভায়কেয়ার হাসাপাতালের এনআইসিইউতে আছে। রিফাত দম্পতির দুই বছর বয়সী দুজন যজম সন্তান রয়েছে।
রাতে রিফাতের মরদেহ একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার হয়। আগামীকাল সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে
রিফাতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে একাত্তর টেলিভিশন পরিবার।