সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

স্মৃতির পাহাড় রেখে চলে গেলেন রিফাত

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৩:৪৪ পিএম

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩২)। তিনি দীর্ঘ প্রায় ১১ বছর একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।

করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত । সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা।

চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। পরে বিকাল ৫টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়। 


এদিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার করোনা আক্রান্ত শাশুড়ি। তার স্বামী একাত্তর টেলিভিশনের আরেক সহযোগী প্রযোজক নাজমুল ইসলামও করোনা আক্রান্ত। 

গত বুধবার (১৪ এপ্রিল) রিফাতকে আইসিইউ ভর্তি করা হয়। টানা চারদিন লড়াই করে করোনার কাছেই হার মানলেন রিফাত সুলতানা। 

মৃত্যুর ঠিক কয়েকঘণ্টা আগে জন্ম নেওয়া কন্য সন্তানটি বর্তমানে এভায়কেয়ার হাসাপাতালের এনআইসিইউতে আছে। রিফাত দম্পতির দুই বছর বয়সী দুজন যজম সন্তান রয়েছে।

রাতে রিফাতের মরদেহ একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার হয়। আগামীকাল সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে 

রিফাতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে একাত্তর টেলিভিশন পরিবার।

image


দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মায়ের উপহার আর তার ভালোবাসা নিয়ে নরওয়ে ফিরে গেলেন দুলি ওলসেন। দীর্ঘ ৫০ বছর পর মানিকগঞ্জে মায়ের দেখা পেয়ে নরওয়ে ফিরতে মন চাইছিলো না তার।
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত