সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

পদ্মা সেতুতে গাড়ি থামানো ও নামা বন্ধে কড়াকড়ি, টহল জোরদার

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৪৬ এএম

বহুল প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতুতে যানবাহন চলাচল শুরুর দিন বেশ কিছু অনিয়ম ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নড়চড়ে বসেছে সেতু কর্তৃপক্ষ। এরিমধ্যে সেতুতে সাময়িকভাবে মটরবাইকের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এবার সেতুতে টহল দিতে শুরু করেছে আইনশৃংখলা বাহিনী।

সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে সোমবার থেকে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। সকাল থেকে সেতুতে বাইক প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কেউ যেন অনিয়ম না করে সেজন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী।

একদিন আগেই সেতুর উপর যানবাহন থামিয়ে ওপর রাস্তার সেতুর উপর মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখার অনেক ঘটনা দেখা গেলেও পরের দিন বদলে গেছে দৃশ্যপট। সোমবার সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর টহল গাড়ি তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

image

সেই সঙ্গে সেতুর ওপর যানবাহন থামানো ও নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং সেফটি টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। 

সোমবার বিকেল সাড়ে তিনটায় পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজায় তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সবাইকে জানাতে চাই স্বপ্নের পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ। এই সেতুর ওপর যানবাহন থামানো ও যানবাহন থেকে নামা থেকে বিরত থাকতে হবে।

সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে রবিউল আলম বলেন, দেখা যাচ্ছে সাধারণ জনগণ সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও পায়ে হেঁটে সেতুতে ওঠার চেষ্টা করছে। সেতুর ওপর থেকে যানবাহনেও উঠছেন। অনেকে যানবাহন থেকে নেমে সেতুর সৌন্দর্য উপভোগ ও ছবি-ভিডিও ধারণ করছে। এতে সেতুর ওপর তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এসব কারণে এবং সেতুর সার্বিক নিরাপত্তার কারণে সেতুর ওপর সেনাবাহিনীর মোবাইল টহল জোরদার করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। তিনি বলেন, সেতুর দু’প্রান্তের টোল প্লাজায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে সেতুর ওপর গাড়ি থামানো ও গাড়ি থেকে না নামার বিষয়ে অবহিত করা হচ্ছে।


একাত্তর/এআর

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত