নীলফামারীতে যাত্রীবাহী একটি ভ্যানের ওপর চাল বোঝাই ট্রাক্টর উল্টে ভ্যানটির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানের আরও দুইজন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুর একটার দিকে জেলার ডোমার উপজেলার ডোমার-জলঢাকা সড়কের এক বট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যানচালক ডোমারের মটুকপুর নদীয়া পাড়ার সুকারু মামুদের ছেলে আফছারুল ইসলাম (৪৫) ও ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তীতপাড়ার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)।
অপর দিকে আহতরা হলেন, ডোমারের মটুকপুর নদীয়া পাড়ার শরিফুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা বেগম। তাদের মধ্যে তসলিমাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে চাল বোঝাই ট্রাক্টরটি ডোমার হয়ে জলঢাকা যাচ্ছিলো। পথে ওই এলাকায় বিস্ফোরণ হয়ে ট্রাক্টরের দু’টি চাকা খুলে যায়। পরে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী জহুরুল ইসলাম নিহত হন।
এসময় ভ্যান চালক আফছারুল ইসলাম ও তার বোন তাসলিমা বেগম এবং ভগ্নিপতি শরিফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নেওয়ার পথে আফছারুলের মৃত্যু হয়। আহত শরীফুল ও তাসলিমাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাসলিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রমেকে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: ঘুমের মধ্যে সাপের কামড়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
ডোমার থানার পরিদর্শক মাহমুদ-উন-নবী বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরসহ চালককে আটক করে থানায় নেয়া হয়েছে।
একাত্তর/এসি