গাজীপুরের টঙ্গীর মিরাশপাড়া এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে নূর মোহাম্মদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত নূর মোহাম্মদ (২০) সুনামগঞ্জের ধরাবাজার থানার বাউলিয়া বাজার এলাকার হরমোজ আলীর ছেলে। তিনি টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রিপন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
আরও পড়ুন: ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’দের আইনানুগ শাস্তি দেবে চীন
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন মিরাসপাড়ায় এল এ আর স্পোর্টস লিমিটেড (ক্যাপ ফ্যাক্টরী) কারখানায় ফিনিশিং সেকশনের অপারেটর ছিলেন নূর। সকাল ১১টায় কারখানার ৪র্থ তলা থেকে ৫ম তলায় ওঠার সময় সিঁড়ির পাশের জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/আরবিএস