সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:৪২ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে একই মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রসহ তার অপর সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ও তার সহযোগীর কাছে থেকে মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৬ আগস্ট) দুপুরে দৌলতপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী দুপুরে টিফিন বিরতিতে বাড়ি আসার পথে একই মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্র তাকে একটি পরিত্যক্ত ভবণে নিয়ে যায়। সেখানে আগেই অবস্থান করেছিল ওই ছাত্রের বন্ধু। 

পর ওই পরিত্যক্ত ভবণে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র ধর্ষণ করে। এসময় ওই ছাত্রের সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ভিডিও ক্লিপটি ফেইজবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভুক্তভোগীকে।

মেয়েটি বাড়ি ফিরে পুরো ঘটনা মা-বাবার কাছে জানায়। পরে ওই মেয়েটির মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করে।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন জানান, অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই মাদ্রাসা ছাত্র এবং তার বন্ধুকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধর্ষণের সেই ভিডিও ক্লিপটি। 

সোমবার ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। সেই সাথে অভিযুক্ত দুই কিশোর আসামীকে সোমবার আদালতে পাঠানো হবে। 


একাত্তর/এসএ

লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর রায়পুরে ছয় বছরের দুটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাদা মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগের সত্যতা না পাওয়ায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত