বরগুনায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
শনিবার (১৩ আগস্ট) সকালে অজ্ঞাতনামাদের আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেন নিহত ফারুক আহমেদ শামিমের স্ত্রী সূচি আক্তার।
এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শামিম বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শামিম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এসময় ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের দুই হাত, পিঠ, ঘাড়সহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। এসময় তার স্ত্রী সূচি আক্তারও দগ্ধ হন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/এসজে