নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে উত্তর আরাজি চড়াইখোলা গ্রামে ঘটে।
নিহত হিয়া মণি (১০) গ্রামের নুরুজ্জামান আলী শাহের মেয়ে।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রাবেয়া বেগম জানান, পানি তোলার জন্য বিদ্যুৎচালিত একটি পাম্প ছিল রান্নাঘরে। অনাবৃষ্টির কারণে ওই পাম্প দিয়ে আমন ক্ষেতে সেচ দিচ্ছিল কৃষক পরিবারটি। এসময় শিশুটি রান্নাঘরে গিয়ে পাম্পের বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাদ্রাসার ছাদ থেকে ইট পড়ে ছাত্রীর মৃত্যু
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ