গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় হোটেল এক্সের সামনে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দিলে হোটেলের সামনে দায়িত্বরত পার্কিংম্যান নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগষ্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পার্কিংম্যান আবু হানিফের বাড়ি বরিশালের হিজড়া থানার বড় জালিয়া গ্রামে।
এই দুর্ঘটনায় পার্কিংয়ে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেল এক্সের সামনে মহাসড়কের ওপর পার্কিং করে রাখা গাড়িতে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক এহতেশাম জানান, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহটি উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো