গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় এসি বিস্ফোরণ আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও গরমের কারণে অন্তত ৩০ জন শ্রমিক আহত ও অসুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ব্রাভো এ্যাপারেলস ম্যানুফাকচারার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অসুস্থ ও আহতদের মধ্যে ১৭ জনকে নেওয়া হয়েছে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। ভর্তি করা হয়েছে চারজনকে।
শ্রমিকরা জানায়, কারখানার চতুর্থ তলায় এসি বিস্ফোরণ হওয়ায় আতঙ্কে তারা তাড়াহুড়া করে নামতে থাকেন। এ কারণে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে আহতদের অন্য শ্রমিক ও এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি জানান, বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য রোগীদের মধ্যে পানিশূন্যতা, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপ পাওয়া যায়। চারজনকে হাসপাতালে ভর্তি করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত গরমের কারণে কয়েকজনের মাথাব্যথা হতে থাকে এবং পরে বাকিরা অসুস্থ হয়ে নামতে থাকেন।
একাত্তর/জো