সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

এসি বিস্ফোরণ আতঙ্কে ৩০ শ্রমিক আহত ও অসুস্থ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৮:৩২ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় এসি বিস্ফোরণ আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও গরমের কারণে অন্তত ৩০ জন শ্রমিক আহত ও অসুস্থ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ব্রাভো এ্যাপারেলস ম্যানুফাকচারার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, অসুস্থ ও আহতদের মধ্যে ১৭ জনকে নেওয়া হয়েছে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। ভর্তি করা হয়েছে চারজনকে।

শ্রমিকরা জানায়, কারখানার চতুর্থ তলায় এসি বিস্ফোরণ হওয়ায় আতঙ্কে তারা তাড়াহুড়া করে নামতে থাকেন। এ কারণে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে আহতদের অন্য শ্রমিক ও এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি জানান, বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য রোগীদের মধ্যে পানিশূন্যতা, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপ পাওয়া যায়। চারজনকে হাসপাতালে ভর্তি করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত গরমের কারণে কয়েকজনের মাথাব্যথা হতে থাকে এবং পরে বাকিরা অসুস্থ হয়ে নামতে থাকেন। 


একাত্তর/জো

গাজীপুরে একটি চলন্ত কমিউটার ট্রেনে আগুন লেগেছে। পরে ট্রেনটি সাতখামার স্টেশনে থামানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ আছে।
গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। সংঘর্ষের পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করে।
ঈদ যাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা...
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত