গাইবান্ধা আদালতের হাজতখানায় এক আসামীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে অসুস্থ অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
জানা গেছে, নিহত মো. তাহের মামুদ (৫৫) উপজেলার পবনতাইড় গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
আসামীর স্বজন ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাঘাটা থানা পুলিশ জমি সংক্রান্ত বিবাদের জেরে ২০১৪ সালের এক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে নিজ বাড়ি থেকে তাহের মামুদ ও তার দুই ছেলে ফারুক, সাদ্দাম এবং পুত্রবধূ আনোয়ারা বেগমকে ধরে নিয়ে আসে।
পুলিশ জানায়, সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ এবং দুপুরে আদালত তাদের চারজনের জামিন মঞ্জুর করে।
পুলিশ আরও জানায়, আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিকাল তিনটার দিকে মো. তাহের মামুদ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বিকাল সাড়ে তিনটার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: উপ-বিভাগীয় প্রকৌশলীর গাড়িতে মাদক, সাময়িক বরখাস্ত
গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক মাহবুব হোসেন জানান, হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে তাকে মৃত পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গভীর রাতে স্বজনদের সাথে গ্রেপ্তারের পর সুস্থ অবস্থায়ই সকাল ১১টায় আদালতে প্রেরণ করা হয় তাকে।
একাত্তর/জো