ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ২ যাত্রী।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২ সন্তানের জনক৷ তিনি খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন।
এ ঘটনায় আহত ২ যাত্রী হলেন- দৌলতখান উপজেলার দিদারউল্লাহ ইউনিয়নের মো. সুমন ও আকবর হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশা ফেরিঘাট থেকে একটি সিএনজিযোগে ৫ যাত্রী ভোলার উদ্দেশে আসছিলেন৷ সিএনজিটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। সেসময় সিএনজিতে থাকা বিজিবি সদস্য ইসমাইল ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর ২ যাত্রী আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ইসমাইল খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার সকালে ৪ দিনের ছুটি নিয়ে তিনি তার গ্রামের বাড়ি ভোলায় আসছিলেন৷ পথিমধ্যে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল।
আরও পড়ুন: মহাসড়কে পচা আলু ঢেলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে৷ ট্রাকটির চালক পালিয়েছে। তবে হেলপারকে আটক রয়েছে।
একাত্তর/আরএ