সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ট্রাক-সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৫৬ পিএম

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ২ যাত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২ সন্তানের জনক৷ তিনি খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন।

এ ঘটনায় আহত ২ যাত্রী হলেন- দৌলতখান উপজেলার দিদারউল্লাহ ইউনিয়নের মো. সুমন ও আকবর হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশা ফেরিঘাট থেকে একটি সিএনজিযোগে ৫ যাত্রী ভোলার উদ্দেশে আসছিলেন৷ সিএনজিটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। সেসময় সিএনজিতে থাকা বিজিবি সদস্য ইসমাইল ঘটনাস্থলেই নিহত হন। এবং অপর ২ যাত্রী আহত হয়। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ইসমাইল খাগড়াছড়ি বিজিবি ইউনিটে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার সকালে ৪ দিনের ছুটি নিয়ে তিনি তার গ্রামের বাড়ি ভোলায় আসছিলেন৷ পথিমধ্যে ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল।

আরও পড়ুন: মহাসড়কে পচা আলু ঢেলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে৷ ট্রাকটির চালক পালিয়েছে। তবে হেলপারকে আটক রয়েছে।


একাত্তর/আরএ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে আলাদা দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রাঙ্গামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত...
ভোলায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, জাল নোটসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তিনটি...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত