কুমিল্লায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২।
রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা হতে ১১ কেজি গাঁজাসহ রাব্বি নামে ওই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমির হামজা রাব্বি সজল (২১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ একজনের যাবজ্জীবন
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে গাঁজাসহ অন্যান্য ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।
একাত্তর/আরএ