মোংলার পশুর নদীতে নৌকায় দাঁড়িয়ে ইলিশের জাল টানা অবস্থায় ঢলে পড়ে যান রফিকুল ব্যাপারী (৩৫) নামে এক জেলে, এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
রোববার সকালে পশুর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রফিকুলের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকার বটতলায়।
রফিকুলের সাথে থাকা অপর জেলে মো: জুয়েল খাঁন জানান, রোববার সকালে একই এলাকার রফিকুল ব্যাপারীকে (৩৫) নিয়ে পশুর নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বেলা ১১টার দিকে তারা দুইজনে পশুর নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। তারপর বেলা সাড়ে ১১টার দিকে জাল টানতে (উঠাতে) শুরু করেন রফিকুল ও জুয়েল। জাল টানা অবস্থায় রফিকুল হঠাৎ ঢলে পড়তে লাগলে তাকে ধরে নৌকায় শুইয়ে দেন জুয়েল।
পরে জাল তুলে অপর একটি জালি বোটের সহায়তায় রফিকুলকে দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জুয়েল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মো: মোহায়মিনুল রফিকুলকে মৃত বলে ঘোষণা করেন।
এ চিকিৎসক বলেন, আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, হাসপাতালে রফিকুলের মৃতদেহ আনা হয়েছে।
মৃত রফিকুলের শ্বশুর মো: শাহজাহান মল্লিক জানান, রফিকুলের নিজেরও জাল-নৌকা রয়েছে। সে রোববার সকালে একই এলাকার অপর জেলে জুয়েলের সাথে ইলিশ মাছ ধরতে পশুর নদীতে যায়। এরপর এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: র্যাব সবসময় সংস্কারের মধ্যে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রফিকুল পেশায় জেলে হলেও মাঝেমধ্যে টমটমও চালাতেন। রফিকের ১০ বছর বয়সের একটি মেয়ে ও ৭ বছর বয়সের একটি ছেলে রয়েছে। রফিক জয়মনির ঘোলের বটতলায় বসবাস করতেন। আর জুয়েলও জয়মনির ঘোল এলাকার বাসিন্দা। জুয়েলও পেশায় একজন জেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে জেলে রফিকুলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ মৃত্যুর ঘটনায় কারো কোনো আপত্তি না পাওয়ায় এবং হাসপাতালের ডাক্তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানালে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরবিএস