ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকালে রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে দাওয়াতে সুফি বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
এতে চট্টগ্রাম জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের স্থানীয় অনুসারীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
সকাল ৯ টায় উপজেলার পশুরবুনিয়া শাহসুফি মমতাজিয়া খানকা শরীফ থেকে জশনে জুলুসে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। ধর্মীয় স্লোগানযুক্ত পতাকা হাতে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে খালগোড়া বাজারে অবস্থিত রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে গিয়ে বেলা ১১ টায় র্যালিটি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শুভ এবং সঞ্চালনা করেন ওলানা আনোয়ার হোসেন শাহিন।
আরও পড়ুন: চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মুসল্লির সমাগম
এ সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, মাহাথির মোহাম্মদ রেশাদ, মাওলানা মশিউর রহমান লিটন, রফিকুল ইসলাম, আবুল হোসেন, আবিদুর রহমান সোহাগ, মশিউর রহমান সোহাগ, আব্দুর রহিম ও হাফেজ মোহাম্মদ রাসেল প্রমুখ।
একাত্তর/এসি