পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান (৬২) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেখ এ্যানী রহমান স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে সংসদ সদস্য হন।
শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত
এ্যানীর বাবা প্রয়াত এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
একাত্তর/আরএ