রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিবন্ধনকৃত ৫৫৯ জন জেলের মাঝে ২৫ কেজি করে (খাদ্য সহায়তা) চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গাইবান্ধায় নির্বাচন বন্ধ হঠকারী সিদ্ধান্ত নয়: সিইসি
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ইলিশ-সম্পদ রক্ষায় সরকার জেলেদের মাঝে খাদ্য সহায়তা (চাল) বিতরণ করছে। এতে করে কোনো জেলেই যেন অবৈধভাবে নদীতে মাছ শিকার না করে। অভিযান চলাকালে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে সকল জেলেদেরকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে পদ্মা নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই ২২ দিন ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।