সাতক্ষীরায় একটি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরের প্রায় সব মাছ মরে গেছে। মাছ চাষীর অভিযোগ, শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
রোববার রাত অথবা ভোরের কোনো এক সময় জেলার তালা উপজেলার নগরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মাছ চাষী মালিক শাহিন বলেন, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ভোররাতে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। এতে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মারা গেছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: টাকা ফেরত চাওয়ায় যুবককে পেটালো শ্বশুরবাড়ির লোকজন
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা
হবে।
একাত্তর/এসি