আগামী সোমবার সারা দেশের মত রাজবাড়ীতেও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে জেলার ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। একটানা চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি শেষে রোববার দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম তুলে দেন। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্ধারিত স্থান থেকে এসব সরঞ্জাম বুঝে নেন। তারপর পুলিশ পাহারায় নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এসব সরঞ্জাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৫টি কেন্দ্রে সকল সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের আয়োজন ভালো, পরিবেশও সন্তোশজনক রয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন, স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, র্যাব, বিজিবি, আনসার সবাই কাজ করবেন।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৭ জনসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ৫৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।
একাত্তর/এআর