সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

জেলা পরিষদ নির্বাচন

রাজবাড়ীতে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনি সরঞ্জাম

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:৫৩ পিএম

আগামী সোমবার সারা দেশের মত রাজবাড়ীতেও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে জেলার ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। একটানা চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে সব প্রস্তুতি শেষে রোববার দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ। 

রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম তুলে দেন। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্ধারিত স্থান থেকে এসব সরঞ্জাম বুঝে নেন। তারপর পুলিশ পাহারায় নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এসব সরঞ্জাম।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৫টি কেন্দ্রে সকল সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের আয়োজন ভালো, পরিবেশও সন্তোশজনক রয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন, স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, র‌্যাব, বিজিবি, আনসার সবাই কাজ করবেন।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৭ জনসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ৫৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।


একাত্তর/এআর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
বাংলাদেশের নির্বাচনে ভারত সবসময় প্রভাব খাঁটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। নৌকার মালিক হাসিনা, এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইতো ভারত।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট দিয়ে কর্মস্থলের উদ্দেশে ফিরতে শুরু করেছে মানুষ। ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ভোগান্তি। দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রী...
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। এমনকি বক্তব্য শেষ শেষ করতে না দিয়ে ওই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত