সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৭২ জেলে

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৫৮ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা ইলিশ রক্ষায় পদ্মা নদী ও বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ৭২ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। 

এর আগে শনিবার (১৫ অক্টোবর) রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নড়িয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্র জানায়, শনিবার রাতে নড়িয়া উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ৭২ জেলেকে আটক করা হয়। রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

এছাড়া অভিযানে ৩৫টি ট্রলার, আট লাখ মিটার জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে নষ্ট করার পাশপাশি নড়িয়া সুরেশ্বর চরমোহনে মাছের অস্থায়ী আড়ত ও বাজার উচ্ছেদ করা হয়। 

আরও পড়ুন: গ্রিড বিপর্যয়: সাময়িক বরখাস্ত হচ্ছেন দুই কর্মকর্তা

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, এখন ইলিশের প্রজনন মৌসুম। এসময় মা ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে। এ কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে নদীতে ইলিশ শিকার করে। তাই আমরা রাতে নড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালাই। এ অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় ২৫ হাজার ৫৮ জন নিবন্ধিত জেলে আছেন। তাদের মধ্যে ১৯ হাজার জেলেকে ৪৭৫ টন চাল দেওয়া হচ্ছে। প্রতি জেলে ২৫ কেজি করে চাল পাচ্ছেন।


একাত্তর/আরবিএস  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সুমন দাস (৩৭) নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শরীয়তপুরে একটি খোলা মাঠে জড়ো হয়ে বিবাদমান দুটি পক্ষ একে অপরকে বোমা হামলা করেছে। এসময় হেলমেট পড়া কিছু মানুষকে প্লাস্টিকের বালতিতে করে বোমা বহন করতে দেখা গেছে। সাতসকালে শতাধিক ককটেলের বিস্ফোরণে...
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিযানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পটুয়াখালীতে একটি ট্রলারে আনা ১৯৫ মণ ইলিশসহ অন্য মাছ বিক্রি করেছেন জেলেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক ট্রলারের মাছ বিক্রি করা হয়েছে ৪০ লাখ ১৪ হাজার টাকায়। ইলিশের ব্যাপক এই কারবার দেখে চোখ জুড়িয়েছেন...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত